বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার,গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ পৌর এলাকার গেরাকুল মহল্লা থেকে গতকাল রোববার ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিবার রাতে নারী বিক্রেতা মরিয়ম বেগমকে (২০) গ্রেফতার করেছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান,
গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে গেরাকুল মহল্লার মাদক ব্যবসায়ী বাবু মাতুব্বরের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তার (বাবু)’র স্ত্রী নারী বিক্রেতা মরিয়ম বেগমকে গ্রেফতার করেছে।
এ ঘটনায় থানার এসআই আবুল বাশার বাদি হয়ে বাবু মাতুব্বর ও মরিয়মকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মরিয়মকে গতকাল রোববার বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেন।
Leave a Reply