বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি।। গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্ত ও জেলার চেয়ারম্যান সৈকত গুহ পিকলু’র হস্তক্ষেপে বাল্য বিয়ের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রী।
আজ শুক্রবার দুপুরে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, হাপানিয়া গ্রামের আনোয়ার মৃধার কন্যা সাজমিন আক্তার ১৫ বছর বয়সের কন্যা নবম শ্রেণির ছাত্রীকে শুক্রবার বিয়ে দেওয়ার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়। খবর পেয়ে তিনি ইউপি সদস্যদের নিয়ে কনের বাড়িতে পৌঁছে বাল্য বিয়ের কুফল সম্পর্কে কনে ও তার অভিভাবকদের অবহিত করেন। পরে নাবালিকা কন্যার ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার অঙ্গীকার করেন অভিভাবকরা। ফলে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পায় ওই ছাত্রী।
Leave a Reply