মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
সুমন তালুকদার, স্টাফ রিপোর্টার॥ প্রশাসনের নানান করাকরি ও নজরদারির কারণে কেজি দরে তরমুজ বেচাকেনা বন্ধ হলেও কমছেনা তরমুজের দাম।
বরিশাল জেলার গৌরনদী থানার মহিলারা বাজারে গিয়ে দেখা যায় অধিক দামে বিক্রি হচ্ছে তরমুজ।
ভালো সাইজের একটি তরমুজ একেকটি তরমুজ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা থেকে ৪৫০ টাকা পর্যন্ত।
এ বিষয়ে তরমুজ বিক্রেতাদের কাছে জানতে চাওয়া হলে তারা কোন জবাব দিতে পারে নাই।
তবে দেশের তরমুজের আড়তগুলোতে তরমুজের দাম অনেকটাই কম প্রতিপিস তরমুজ আড়তে দাম রাখা হয় ৬০ টাকা থেকে ৪০ টাকা সেই তরমুজ খুচরা বিক্রেতারা বিক্রি করছেন ৩৫০ টাকা থেকে ৪৫০ টাকা।
দেশের চাষীদের দাবি কৃষকপর্যায়ে তরমুজের দাম খুবই কম তাদের তরমুজ চাষে যে খরচ হয় সেটাও উঠে আসে না ভবিষ্যতে তরমুজ চাষ করা থেকে তারা আগ্রহ হারাচ্ছেন।
ক্রেতা সাধারণের দাবি তরমুজ এখন কেজি দরে বেচা বন্ধ হলেও পিচ হিসেবে ক্রয় করে দেখা যায় কেজি দরের চেয়ে দাম অনেক বেশি পড়ে এ ব্যাপারে তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply