শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ঃ “গুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না, প্রয়োজনে পুলিশের সহায়তা নিন”- এ স্লোগান সামনে রেখে ছেলেধরা গুজব রোধে এবং গণপিটুনির বিরুদ্ধে পুলিশ গণসচেতনতা সপ্তাহ শুরু করেছে। ছেলেধরা গুজবে কান না দিতে জনসাধারণের প্রতি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। ‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’- এমন গুজব সম্পূর্ণ ভিত্তিহীন।
এ উপলক্ষে মঙ্গলবার বিকাল ৪ টায় বাবুগঞ্জ থানা ও কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে গুজব বিরোধী লিফলেট বিতরণ, শোভাযাত্রা ও গনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গণপিটুনির বিরুদ্ধে গণসচেতনতা সপ্তাহ উপলক্ষে বাবুগঞ্জ থানা পুলিশের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়।
বাবুগঞ্জ থানা কম্পাউন্ড থেকে শোভা যাত্রাটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরেে থানার সংলগ্ন বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় বাবুগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) দিবাকর চন্দ্র দাস’র সভাপতিত্বে ও ওসি (তদন্ত)আব্দুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (গৗরনদী সার্কেল) আব্দুর রব। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, সমাজ সেবা অফিসার মাহমুল হাসিব,
রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সস্পাদক আক্তার উজ জামান মিলন মৃধা,বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, আ’লীগের দফতর সস্পাদক পরিতোষ পাল, যুবমৈত্রীর সভাপতি আলাউদ্দিন খান , উপজেলা জাতীয় শ্রমিক পাটির সভাপতি মোঃ নান্নু মিয়া, সমাজ সেবক মোঃ আলাউদ্দিন, ইউপি সদস্য জেলানী সাজওয়াল, ইউপি সদস্য মোঃ জামাল হোসেন পুতুল, ইউপি সদস্য মোঃ রোকন সরদার, মাহিন্দ্রা মালিক সমিতির নেতা মোঃ ইব্রাহিম, মোঃ রাজ্জাক প্রমূখ। উল্লেখ্য বাবুগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বাবুগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গুজব সংক্রান্ত জনসচেতনতামুলক প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে।
Leave a Reply