বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের হাতির থান হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্রের উপর নির্মম নির্যাতন করেছেন শিক্ষক। মোজাম্মেল হোসেন নামের সাত বছরের ওই শিশুটিকে গামছা দিয়ে বেঁধে প্রায় ৩০ মিনিট ধরে বেত্রাঘাত করেছেন পাষণ্ড শিক্ষক হাফেজ নাঈম।
নির্যাতনের শিকার ছাত্রের চোখ দু’টি নষ্ট হওয়ার উপক্রম বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে শিশুটি ঢাকার ফার্মগেটস্থ খামারবাড়ি রোডের ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভর্তি রয়েছে।
এ ব্যাপারে মোজাম্মেলের বাবা বাদী হয়ে নিযার্তনকারী শিক্ষক হাফেজ নাঈম আহমেদ ও তার বাবা এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম আলফুকে আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
ভিকটিমের পরিবার জানায়, সম্প্রতি মাদ্রাসার অন্যান্য ছাত্রদের সঙ্গে একটি বাড়িতে দাওয়াত খেতে যায় মোজাম্মেল। সেখান থেকে মোজাম্মেলকে ২০ টাকা উপহার দেওয়া হয়। দাওয়াত খেয়ে মাদ্রাসায় ফিরে এলে লুডু কেনার জন্য ২০ টাকা দিয়ে দিতে মোজাম্মেলকে বলেন শিক্ষক হাফেজ নাঈম। এতে সম্মত না হওয়ায় ক্ষিপ্ত হয়ে শিক্ষক হাফেজ নাঈম ছেলেটিকে এই অমানুষিক নির্যাতন করেন।
শিশুটির মা রেহানা খাতুন জানান, প্রথমে গামছা দিয়ে মোজাম্মেলের চোখ বেঁধে অসংখ্য বেত্রাঘাত করা হয়। পরবর্তীতে অন্যান্য ছাত্রদের দিয়ে হাত পা ধরিয়ে রেখে প্রায় আধাঘণ্টা ধরে নির্যাতন চলে তার ওপর। একপর্যায়ে প্রায় ৫ ফুট ওপর বারান্দা থেকে মাঠে ছুঁড়ে ফেলে দেওয়া হয় মোজাম্মেলকে। নির্যাতনের বিষয়টি মা ও বাবাকে জানালে মোজাম্মেলকে জানে মেরে ফেলার হুমকিও দেন শিক্ষক নাঈম।
মোজাম্মেলের বাবা বিল্লাল মিয়া জানান, চিকিৎসকরা একাধিকার পরীক্ষা করে বলেছেন চোখ দু’টি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কমপক্ষে এক মাস ধরে চিকিৎসা করলে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া শরীরজুড়ে আঘাত থাকার কারণে বাইরে গিয়ে অন্য চিকিৎসক দেখানোর পরামর্শ দিয়েছেন তারা। তবে আমার পক্ষে এত খরচ বহন করা সম্ভব হচ্ছে না।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. জিয়াউর রহমান বলেন, নির্যাতনকারী শিক্ষক ও মাদ্রাসার প্রিন্সিপালকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন মোজাম্মেলের বাবা। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply