সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকাল ৩টার দিকে গ্রেফতার আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে একই দিন বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মো. সোহেল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুরনবী মাস্টারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে সোহেলের প্রেমের সম্পর্ক ছিল। গত ৬ অক্টোবর রাত ৮টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে পার্শ্ববর্তী ঝাউবাগানে নিয়ে ধর্ষণ করে সোহেল। এ ঘটনায় পরদিন দুপুর ২টার দিকে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে চরজব্বর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।
চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে বুধবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply