বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি।। বরিশালে ১২০ বোতল ফেনসিডিল সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোর রাতে নগরীর পৃথক স্থান থেকে তাদের আটক করে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ।
আটককৃতরা হলো- বানারীপাড়া উপজেলার বাসিন্দা মোক্তার সরদারের ছেলে সোহাগ মিয়া (২৯) এবং বরগুনা জেলার বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে মেহেদি হাসান মনির (৪৩)।
জানা গেছে, শনিবার ভোরে নগরীর ডিআইজি অফিসের সামনে চেক পোস্ট বসায় এয়ারপোর্ট থানা পুলিশ। এসময় সোহাগকে ৭০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী নথুল্লাবাদ এলাকা থেকে মেহেদিকে ৫০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানা পুলিশের সেকেন্ড অফিসার অরবিন্দ বিশ্বাস।
Leave a Reply