শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ জমি সংক্রান্ত বিষয় নিয়ে মাদারীপুরের কালকিনিতে এক অসহায় পরিবারের উপর হামলা চালিয়েছে মোঃ আলামিন আকন নামের এক প্রভাবশালী ব্যক্তি। এতে করে অসহায় পরিবারের ৩জন সদস্য গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মাদারীপুরে সদর হাসপাতালে ভর্তি করেন।
এদিকে এ হামলার ঘটনায় আজ সোমবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার। ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের করম আলী আকনের অসহায় ছেলে জামাল আকনের নিজ বাড়ির জমি দীর্ঘদিন যাবত দখল করার পায়তারা করে আসছে একই বাড়ির প্রভাবশালী আলামিন আকন তার পরিবারের লোকজন। পূনরায় গত রোববার দুপুরে আলামীনের নেতৃত্বে হান্নান আকন, শাকিল আকনসহ বেশ কয়েকজন মিলে ওই অসহায় পরিবারের জমি দখল করার চেষ্টা চালায়। এসময় তাদের বাধা দিলে ক্ষিপ্ত হয়ে প্রভাবশালীরা অসহায় পরিবারের উপর হামলা চালায়। এতে করে অসহায় জামাল আকন, তার ছেলে রাব্বি আকন ও তার স্ত্রী কুলসুম বেগম গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত ব্যাক্তিদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মাদারীপুরে সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে এ হামলার ঘটনায় প্রভাবশালী আলামিনসহ ৫জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী কুলসুম বেগম।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি। অভিযোগকারী ভূক্তভোগী কুলসুম বেগম কান্না জরিত কন্ঠে বলেন, আমরা অসহায় তাই মেম্বর প্রার্থী আলামিনসহ তার লোকজন মিলে আমার বসতবাড়ির জমি দখল করার পায়তারা চালাচ্ছে।
এতে ব্যার্থ হয়ে আমার পরিবারের উপর তারা হামলা চালিয়েছে। তাই আমি তাদের নামে থানায় অভিযোগ করেছি।
এ ব্যাপরে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাপস্থা নেয়া হবে।
Leave a Reply