শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জয়পুরহাটের ক্ষেতলালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন বসাক (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার মামুদপুরের হিন্দুপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইমন বসাক উপজেলার মামুদপুরের হিন্দুপাড়া গ্রামের মোনমতো বসাকের ছেলে। সে ক্ষেতলাল সরকারি সাঈদ আলতাফুন্নেছা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
ক্ষেতলাল থানার ওসি (তদন্ত) আবু রায়হান জানান, ইমন বসাক বাড়ীর পাশের মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন। এসময় অনবধানতাবশত জমিতে পড়ে থাকা সেচ পাম্পের সংযোগকৃত ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হয় ইমন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply