বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ভিটি বাড়ী দখলের চেষ্টা ও ৫ লাখ টাকা চাঁদা দাবীর ঘটনায় চাচার বিরুদ্ধে মামলা করেছে ভাতিজা ফেরদৌসুর রহমান। গত ৪ সেপ্টেম্বর বুধবার, উপজেলার সুলতানগঞ্জ গ্রামের ফজলুল করিমসহ ৪ জনকে আসামী করে কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করা হয়।
মামলা নং ৭৭০/২০১৯। মামলাটি আমলে নিয়ে ৩০দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত । মামলার এজাহার সূত্রে জানাযায়, কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের মৃত আলতাফ হোসেনের পুত্র ফেরদৌসুর রহমান (৩৩)। কলাপাড়া উপজেলা পরিষদের ৪র্থ শ্রেনীর কর্মচারীর চাকুরীর সুবাদে স্ত্রী ও সন্তান নিয়া কলাপাড়ায় থাকেন। বাড়িতে থেকে সংসার দেখাশুনা করেন তাঁর বিধুবা মাতা মায়া বেগম (৫৫)।
চাকুরীর কারনে ফেরদৌস সব সময় তার বাড়িতে আসতে পারেননা। এই সুযোগে ফেরদৌসের সৎ চাচা ফজলুল করিমের নজর পড়ে তাঁর পিতার ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি ও ভিটে বাড়ির উপর। সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে নানা রকম অন্যায় অত্যাচার চালিয়ে ভিটে বাড়ী দখলের পায়তারা চালায় সে।
এমনকি ফেরদৌসের বৃদ্ধা ‘মা’ মায়া বেগমকে পিটিয়ে ফুলা জখম করা হয়। আহত মায়া বেগমকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানো হয়েছে। এছাড়া ফেরদৌসকে ভিটে বাড়ি ছেড়ে দেয়ার জন্য হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবী করা হয়েছে। অন্যথায় হাত পা ভেঙ্গে জীবনের তরে পঙ্গু করে দেয়া হবে বলে হুমকী দেওয়া হয়।
Leave a Reply