বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পাগলা শিয়ালের কামড়ে কলাপাড়া উপজেলার লাতাচাপলী ও ধুলাসার ইউনিয়নের অর্ধশতাধিক গরু, ছাগল এবং কুকুর আক্রান্ত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি এবং লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া বাস্তহারা গ্রামের গোয়াল ঘরে বাঁধা গরু এবং ছাগল কামড়ায় একটি পাগলা শিয়াল।
এসময় শিয়াল তাড়াতে আসা চারটি কুকুরকেও কামড়ায় ওই পাগলা শিয়ালটি। আজ শনিবার দুপুরে গবাদিপশুর মালিকরা পশু সম্পদ রক্ষায় ভ্যাকসিন সংগ্রহে দিশেহারা হয়ে ছুটে এসেছেন কলাপাড়ার চিকিৎসকদের কাছে।
এব্যাপারে ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি গ্রামের কৃষক মো. বেল্লাল শরীফ জানায়, শুক্রবার রাতে গোয়াল ঘরে থাকা অবস্থায় একটি পাগলা শিয়াল এসে আমার পাঁচটি গরুর মুখে কামড় দেয়।
এভাবে গঙ্গামতি ও মম্বিপাড়া বাস্তাহারা গ্রামের প্রায় অর্ধশত গরু, ছাগল এবং চারটি কুকুরকে পাগলা শিয়ালটি কামড়ে আক্রান্ত করে।
এব্যাপারে লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা জানায়, পাগলা শিয়ারের কামড়ে গবাদী পশু এবং কুকুর আক্রান্ত হয়েছে। এখন আশঙ্কা বিরাজ করছে আজ শনিবার দিবাগত রাতেও অন্যান্য গবাদী পশু এবং মানুষ ওই পাগলা শিয়ালের কামড়ে আক্রান্ত হয় কি না। তবে কৃষকরা পাহারার ব্যবস্থা করেছে বলে আমাকে নিশ্চিত করেছে ।
Leave a Reply