রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মুন্সিগঞ্জের সদর উপজেলায় ওজু করতে গিয়ে মাদ্রাসা পড়ুয়া এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষক তাজির গাজীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষক তাজির গাজী একই গ্রামের ওমর গাজীর ছেলে।
গত শুক্রবার (৮ মে) রাত ১১টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা ঢালীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। কিশোরীর বাবা দিন মজুর হওয়ায় স্থানীয় প্রভাবশালী ধর্ষক ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা চালালেও ধর্ষণের শিকার কিশোরী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ধর্ষণের শিকার কিশোরীর মা জানান, শুক্রবার রাত ১১টার দিকে তারাবি নামাজ শেষ করে প্রকৃতির ডাকে সাড়া দিতে আমি ও আমার মেয়ে যাই। আমার মেয়ে ওজু করতে যায় তখন ওজু করার অবস্থায় ধর্ষক লম্পট তাজির গাজি আমার মেয়ের মুখে গামছা দিয়ে ঝাপটে ধরে তার নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে আমি বেড় হয়ে আমার মেয়েকে খুঁজে পাওয়া না গেলে খোঁজাখুঁজি করি। তারপর রাত সাড়ে ১১টার দিকে ধর্ষক আমার মেয়েকে তার ঘরের থেকে ধাক্কা দিয়ে বেড় করে দেয়। পাশাপাশি এ ঘটনা কাউকে না বলার জন্য ধর্ষক আমাদের প্রাণনাশের হুমকি প্রদান করেন।
এলাকাবাসীর সূত্রে জানাযায়, ঘটনার সময় লম্পট তাজির গাজীর স্ত্রী বাড়িতে ছিলোনা। এ সুযোগে মেয়েটিকে জোরপূর্বক তার ঘরে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর মেয়েটিকে তার পরিবার উদ্ধার করেন। পরে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য স্থানীয় প্রভাবশালীরা ভুক্তভোগি পরিবারকে আটকে রাখে। মোটা অংকের টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান জানান, এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন । সাথে সাথেই অভিযুক্ত আসামী তাজির গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামীকাল মেয়েটির মেডিকেল চেকাপ করানো হবে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
Leave a Reply