শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
প্রায় এক বছর পর জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদির নতুন অডিও বার্তা প্রকাশ হয়েছে।
আইএসের আল ফুরকান মিডিয়া গ্রুপে প্রকাশিত ৫৫ মিনিটের ওই বার্তায় বাগদাদি বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত অনুসারীদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে সৌদি আরব, বাহরাইন ও জর্ডানের শাসকদের উৎখাতে সেসব দেশের নাগরিকদের আহ্বান জানিয়েছেন বাগদাদী।
সম্প্রতি কানাডা এবং ইউরোপে হওয়া সন্ত্রাসী হামলার প্রশংসা করার পাশাপাশি মুসলিম বিশ্বকে ঈদুল আজহার শুভেচ্ছাও জানান বাগদাদি। এছাড়াও ইরাকে শিয়া সম্প্রদায়কে ‘ধর্মভ্রষ্ট’ উল্লেখ করে তাদের ওপর হামলা চালিয়ে যেতে অনুসারীদের আহ্বান জানিয়েছেন তিনি।
তবে প্রকাশ করা ওই অডিও বার্তাটি বাগদাদির কিনা তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।এর আগে গত জুনে রাশিয়া দাবি করেছিল, রাক্কায় এক অভিযানে আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছিলেন।
Leave a Reply