বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার ডেবারপাড়ের পাহাড়ি এলাকায় গত শনিবার এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে রোববার (২৮ জুন) ভোরে এক ডজন মামলার আসামি ও অভিযুক্ত ধর্ষক আনোয়ার হোসেন প্রকাশ ও তার সহযোগী মো. হেলালকে গ্রেপ্তার করার কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার সন্ধ্যায় সিএমপির বায়োজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী ওই তরুণী (১৭) তার মাকে নিয়ে বায়োজিদ বাংলাবাজার এলাকায় একটি কলোনিতে থাকতেন এবং দুজনেই স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাদের পার্শ্ববর্তী তার মামীর মুরগীর দোকান আছে। গত শনিবার সন্ধ্যায় ওই তরুণী বাসায় ফেরার পথে স্থানীয় ফরেষ্ট পাহাড়ে পথ রোধ করে দাঁড়ায় আনোয়ার হোসেন ও তার সহযোগী হেলাল। তারা মেয়েটিকে জোর করে তুলে নিয়ে নির্জন স্থানে ধর্ষণ করে ফেলে যায়। পরে মেয়েটির কান্না শুনে স্থানীয়রা উদ্ধার করে ৯৯৯ এ ফোন করে।
‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাত সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধার করে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করে,’ বলেন ওসি।ওসি আরও বরেন, ‘এ ঘটনায় রাতেই অভিযান শুরু করে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছি। তারা ধর্ষণের কথা স্বীকার করেছে।
Leave a Reply