শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সরকার আগামী ১০ মে থেকে শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেও ঈদের আগে খুলছে না দেশের বড় দুই শপিং মল বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শপিং মলটি না খোলার এ সিদ্ধান্ত নিয়েছেন।
এ ব্যাপারে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা আবু তৈয়ব জানান, বসুন্ধরা সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে। মানবতার কথা চিন্তা করেই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। করোনা ভাইরাস মহামারির শুরু থেকেই তিনি মানুষের পাশে আছেন। শপিং মল না খোলা তার আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত।
করোনা ভাইরাসের বিস্তার রোধে মানুষের নিরাপত্তা বিবেচনায় ঈদ শপিংয়ে যমুনা ফিউচার পার্ক খুলবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তারা বলছে, শপিং মলে ভিড়ে করোনাভাইরাস সংক্রমিত হতে পারে, এই আশঙ্কা থেকেই শপিং মল না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Leave a Reply