রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: সিলেট নগরীর মহাজনপট্টি এলাকায় আল খাজা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বুধবার রাত সাড়ে ৯টার দিকে মার্কেটটির আন্ডারগ্রাউন্ড ও নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শিমুল আহমদ রফি বলেন, রাত সাড়ে ৯টার দিকে মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। এক ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার পর মার্কেটের ভেতর থেকে শতাধিক নারী পুরুষকে নিরাপদে উদ্ধার করে পাশ্ববর্তী একটি হোটেলে রাখা হয়েছে।
তিনি জানান, আল খাজা মার্কেটের আন্ডারগ্রাউন্ডের পার্কিং এরিয়াতে অবৈধভাবে রংয়ের দোকান ও গোডাউন, ককশিটের দোকান, রংয়ের বিভিন্ন ক্যামিকেলের দোকান দেওয়া হয়েছে। এছাড়া ফায়ার এক্সিট দখল করেও দোকান গড়ে তোলা হয়েছে। এসব অনিয়মের কারণে আগুন নেভাতে দেরি হয়েছে।
তবে আগুনে মার্কেটের দু’টি ফ্লোরে কতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।পাঁচতলা মার্কেট ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত আবাসিক ফ্লাট বানিয়ে সেখানে অনেকগুলো পরিবার বসবাস করছে।স্থানীয় বাসিন্দা রনি চৌধুরী জানান, এর আগেও এই মার্কেটে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এদিকে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি জানান, বৃহস্পতিবার এই মার্কেটে অভিযান চালানো হবে। যারা অবৈধভাবে দোকান গড়ে তুলেছে বা কেউ যদি প্রয়োজনীয় অনুমতি ও কাগজপত্র ছাড়াই রং বা কেমিক্যালের ব্যবসা করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply