শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ মামলা-হামলা এবং হুমকিতে চরম বিপর্যস্ত বরিশাল সদর উপজেলাধীন শায়েস্তাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। আর এর নেপথ্যে রয়েছেন নৌকা প্রতিক নিয়ে ইউপি চেয়ারম্যান হিসেবে জয়ী হওয়া আরিফুজ্জামান মুন্না। সরেজমিন অনুসন্ধানে এই অভিযোগ করেছেন ইউনিয়নের আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলালীগের নেতৃবৃন্দ। তাদের অভিযোগের ভিত্তিতে জানা যায়, নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হওয়ার পর আ’লীগ নিধন মিশনে মাঠে নেমেছেন মুন্না।
এতে তার প্রধান হাতিয়ার হিসেবে কাজ করছে সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা শামিম হাওলাদারের ডান হাত খ্যাত জাফর আকন। সুত্র অনুযায়ী, গত ১২ মার্চ ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক কামাল প্যাদাকে প্রকাশ্যে লাঞ্ছিত করে জাফর আকন। এ ঘটনায় ফুঁসে উঠে ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ। তারা এ বিষয়ে জাফর আকনকে জিজ্ঞাসা করলে জাফর আকন ও তার ক্যাডাররা আ’লীগ নেতাকর্মীদের উপর হামলা চালায়। তবে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে জাফর আকন তার স্ত্রীকে দিয়ে ইউনিয়ন আ’লীগের শীর্ষ নেতৃবৃন্দকে আসামী করে ১টি মামলা করে।
এ ঘটনায় বর্তমানে ইউনিয়ন জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে শায়েস্তাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি রুবেল হোসেন মামুন তালুকদার বলেন, বর্তমান চেয়ারম্যান মুন্না বিএনপি ক্যাডার জাফরকে নিয়ে আ’লীগ নিধনের মিশনে নেমেছেন। তার এবং জাফরের অত্যাচারে ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগের নেতৃবৃন্দ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। এমনকি এ বিষয়ে জেলা নেতৃবৃন্দ কোন ব্যাবস্থা না নিলে গণপদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিষয়টি নিয়ে আলাপকালে ইউনিয়ন যুবলীগ সভাপতি শহিদুল ইসলাম বলেন, জাফর একজন বিএনপি‘র ক্যাডার।
আমাদের এলাকার ইয়াবা বানিজ্য, জুয়াসহ সমস্ত অপরাধের মূল হোতা সে। সেই জাফর বর্তমানে চেয়ারম্যান মুন্নার সার্বক্ষণিক সঙ্গী এবং পরামর্শদাতা। এর চেয়ে লজ্জার আর কিছু নেই। এক প্রশ্নের জবাবে শহিদুল ইসলাম আরও বলেন, জাফর আকন কোনদিনই আ’লীগের সাথে জড়িত ছিল না। জাফরের দাবী সম্পুর্ন মিথ্যা। তবে হতাশা প্রকাশ করে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সুমন বলেন, জাফর আকন বর্তমান চেয়ারম্যান মুন্নার একান্ত সহচর। আমরা তার কেউই না।
তিনি প্রশ্ন তোলেন যে, কি করে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়া চেয়ারম্যান মুন্না জাফরকে বাচাঁতে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করার ইন্ধন দেন? বিষয়টি নিয়ে আলাপকালে ইউনিয়ন আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা লাবনী আক্তার বলেন, ভাই আমরা বর্তমানে দৌড়ের উপর আছি। এর নেপথ্যে রয়েছে চেয়ারম্যানের সহযোগী জাফর আকন।
আমরা হামলা এবং মিথ্যা মমলা থেকে মুক্তি পেতে জেলা- উপজেলা নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। তবে সকল অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মুন্না বলেন, জাফরের সাথে আমার সম্পর্ক সাড়ে তিন বছর। কিন্তু এর পূর্বে ওই নেতাদের সাথেই তার সম্পর্ক ছিল। তাহলে এখন কেন দ্বন্দ্ব সেই বিষয়টিও আপনারা খতিয়ে দেখবেন।
Leave a Reply