শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনাভাইরাস সংক্রমণ রোধে চলছে সাত দিনের কঠোর লকডাউনসহ বিধিনিষেধ। ১ জুলাই থেকে শুরু হওয়া লকডাউন শেষ হবে ৭ জুলাইয়ের মধ্যরাতে। তবে চলমান এ লকডাউন আরো সাতদিন বাড়তে পারে। এ নিয়ে বুধবারের মধ্যে আসতে পারে জোরালো সিদ্ধান্ত।
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। প্রতিদিন মৃত্যুর সংখ্যা শতাধিক। তাই বিধিনিষেধের মেয়াদ আরো বাড়ানোর বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে ৭ দিন বাড়তে পারে।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে ১৪ দিনের পূর্ণ শাটডাউনের সুপারিশ করে করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
পরে সরকারের পক্ষ থেকে বলা হয় পরামর্শক কমিটি সুপারিশ বিবেচনা করবে। এরপর সাত দিনের বিধিনিষেধ আরোপ করে সরকার।
করোনা সংক্রমণ রোধে সাতদিনের লকডাউনের চতুর্থ দিন চলছে আজ (রোববার)। কিন্তু লকডাউনের চতুর্থ দিনে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যুর খবর এসেছে। মোট মারা গেছেন ১৫ হাজার ৬৫ জন। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৬৬১ জন। মোট আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন।
Leave a Reply