রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন
আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোতাহার উদ্দিন মৃধার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে নৌকার প্রার্থী জাহিদুল ইসলাম মিঠু মৃধার সমর্থকরা। হামলায় ১২ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার উল্টাখালী গ্রামের দেলোয়ার শাহার বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোতাহার উদ্দিন মৃধার ছোটভাই জহিরুল ইসলাম খোকন মৃধা ১৫/২০ জন কর্মী সমর্থক নিয়ে পুজাখোলা স্লুইজঘাট এলাকায় কর্মী সভায় যাচ্ছিল। কিছুদূর যাওয়ার পথে সমর্থক খালেক হাওলাদারের ছোটভাই মিজান হাওলাদার মুঠোফোনে জানান, স্বতন্ত্র প্রার্থীর লোকজনের উপর আওয়ামী লীগ প্রার্থীর লোকজন হামলা চালাবে বলে পরিকল্পনা করছে। এ খবর পেয়ে জহিরুল ইসলাম খোকন মৃধাসহ তার লোকজন উল্টাখালী গ্রামের দেলোয়ার শাহার বাড়িতে আশ্রয় নেয়।
আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকরা ওই দেলোয়ার শাহার বাড়িতে লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে ঘর ভাঙচুর করে এবং ওই ঘরে আশ্রয় নেয়া জহিরুল ইসলাম খোকন মৃধা ও তার লোকজনকে মারধর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ দিকে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা হামলার খবর পেয়ে উল্টাখালী বাজারের আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে বলে জাহিদুল ইসলাম মিঠু মৃধা অভিযোগ করেন। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ রবিউল ম্যালকার, জসিম মোল্লা, শাহ জালাল ও আরিফ নামের চারজনকে আটক করেছে।আমতলী থানার ওসি আবুল বাশার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
Leave a Reply