রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আজ ও বুধবার রাতের তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে এবং একই সঙ্গে দেশের কিছু অংশ আবারো শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
পূর্বাভাসে বলা হয়, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া রাতের তাপমাত্রা সামন্য হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে এবং দিনের তাপমাত্রা প্রায় আপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, মঙ্গলবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে শ্রীমঙ্গলে— ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা গত দুদিনের মধ্যে সবচেয়ে কম। এছাড়া, মঙ্গলবার বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৪, ময়মনসিংহে ১৩ দশমিক ২, চট্টগ্রামে ১৫, সিলেটে ১৩ দশমিক ৩, রাজশাহীতে ১১ দশমিক ২, রংপুরে ১১ দশমিক ৫, খুলনায় ১৪ দশমিক ৮ এবং বরিশালে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সারা দেশে তাপমাত্রা ৮ থেকে ১৫ ডিগ্রির মধ্যে অবস্থান করছে।
বুধবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে।
Leave a Reply