মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক ও রাবনাবাদ নদে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার নিষিদ্ধ বেড়, বেহুন্দী জাল উদ্ধার করে পুড়িয়ে দিয়েছে পায়রা বন্দর কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার ভোর থেকে বেলা একটা পর্যন্ত যৌথ অভিযানের জব্দকরা প্রায় ছয় লক্ষ টাকা মূল্যের জাল কোস্টগার্ড ক্যাম্প চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডলের নির্দেশে কন্টিজেন্ট কমান্ডার মো. আযাদুর রহমানের উপস্থিতিতে জব্দকরা জাল পুড়িয়ে ফেলা হয়।
এসময় উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী মো. মহসীন রেজা উপস্থিত ছিলেন। তবে এ সময় কোন জেলে বা মাছ ধরা ট্রলার কিংবা নৌকা আজক বা জব্দ করতে পারেনি।
এছাড়া গত বুধবার আন্ধারমানিক নদে অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দকরে পুড়িয়ে দেয়া হয়। দুই দিনে ১৫ হাজার মিটার বেড় জাল, বেহুন্দী জাল এবং গড়াজাল আটক করে পুড়িয়ে দেয়া হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা হবে বলে মৎস্য অধিদপ্তর কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
Leave a Reply