রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রী’র দায়ের করা মালায় যৌতুক লোভী নির্যাতনকারী স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলার খাজুরিয়া গ্রামের মৃত অহেদ আলী মিয়ার মেয়ে আসমা খানমের সাথে পাশ্ববর্তি উজিরপুরের সাতলা গ্রামের নূর মোহম্মদ বালীর ছেলে রফিকুল ইসলাম বালি ওরফে সোহেল (৪০)এর সাথে সামাজিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
বিয়ের পর থেকেই দর্জির কাজ করা সোহেল দোকানে কাপড় তোলার জন্য দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলো। যৌতুকের টাকা দিতে না পারায় আসমাকে বিভিন্ন সময় মারধর করে আসছিলো সোহেল। এরই ধারাবাহিকতায় গত ১৯ জুলাই আসমাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করে সোহেল। আসমা দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় সোহেল পুনরায় তার কাছে দুই লাখ টাকার যৌতুকের দাবি তুললে আসমা দিতে অস্বীকার করায় তাকে বেদম মারধর করে সোহেল। যৌতুক দাবী ও মারধরের ঘটনায় আসমা বাদী হয়ে শনিবার থানায় মামলা দায়ের করে, নং-১৬(২৭.৭.১৯)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাহাবুদ্দিন শনিবার রাতে অভিযান চালিয়ে নির্যাতনকারী স্বামী সোহেলকে গ্রেফতার করে।অপরদিকে জিআর ৮৪/১৭ (আগৈলঝাড়া) মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গৈলা গ্রামের জাকোব বাড়ৈর ছেলে দীপ্ত বাড়ৈকে শনিবার বিকেলে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সোহেল ও দীপ্তকে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply