বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরী থেকে জনৈক এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার রাতে শহরের ভাটারখাল এলাকায় গ্রেপ্তার আরিফ খন্দকার (৩৩) নামের ওই ব্যক্তি কীর্তনখোলা নদীর পুর্বতীর হিরননগরীর বাসিন্দা। র্যাবের দাবি- আরিফ একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ঘটনাবলীতে বিভিন্ন থানা অন্তত সাতটি মামলা রয়েছে। সোমবার সকালে বরিশাল র্যাব অফিস থেকে প্রেরিত এক ইমেল বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাটারখাল লাগোয়া কীর্তনখোলা নদীর পশ্চিমতীর থেকে আরিফ খন্দকারকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সে অস্ত্র ও মাদক মজুত রাখার বিষয়টি স্বীকার করে। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ০২ টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড অ্যামোনিশন, ০১ টি পিস্তলের ম্যাগাজিন, ৯৩ পিস ইয়াবা এবং ১৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এই ঘটনায় বরিশাল র্যাবের ডিএডি মো. লুৎফর রহমান বাদী হয়ে মহানগরীর কোতয়ালি মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে দুইটি মামলা করেন।
সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আরিফ খন্দকারকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’
Leave a Reply