মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের মামলায় পটুয়াখালীর সাবেক সিভিল সার্জন ডা: শাহ মোজাহেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়েছে আদালত। রোববার পটুয়াখালীর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক রোখশানা পারভীন এই আদেশ দেন।
দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দকৃত টাকা বিভিন্ন প্রক্রিয়ায় জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় এই আদেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা গেছে, পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিষ্কার পরিচ্ছন্নতাসহ অন্যান্য কাজের জন্য ২০১৭-১৮ অর্থবছরে স্বাস্থ্য অধিদফতর থেকে ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এ সময় দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শহীদুল আলম উচ্চশিক্ষার জন্য ছুটিতে থাকায় পটুয়াখালীর সিভিল সার্জন ডা: শাহ মোজাহেদুল ইসলামকে স্বাস্থ্য কমপ্লেক্সটির আয়-ব্যয় দেখভালের দায়িত্ব দেয়া হয়। বরাদ্দ টাকার ভ্যাট কর্তন বাদে ২৬ লাখ ৬৭ হাজার ৮৯৮ টাকার মধ্যে তিনি শহরের ইনটেরিয়র ফার্নিচারের দোকানের নামে ইসলামী ব্যাংক পটুয়াখালী শাখার হিসাবে তিনটি চেকের মাধ্যমে ১২ লাখ ৮০ হাজার ৫৯৬ টাকা জমা করেন। ওই ফার্নিচার থেকে বাস্তবে কোনো ফার্নিচার না কিনে দোকান কর্মচারীকে দিয়ে সিভিল সার্জনের নিজের নামে রংপুর সাউথ ইস্ট ব্যাংকের হিসাবে তিন লাখ ৬৬ হাজার ৫০০ টাকা, তার ছেলে ডা: জাহিদুল ইসলামের নামে সিটি ব্যাংক সৈয়দপুর শাখার হিসাবে চার লাখ টাকা আরটিজি-এর মাধ্যমে ট্রান্সফার করে হিসাবে জমা করেন।
বাকি চার লাখ ২১ হাজার ৯৫০ টাকা ওই ফার্নিচারের দোকানের কর্মচারী আলমগীর হোসেনের মাধ্যমে উত্তোলন করে নগদে গ্রহণ করে আত্মসাত করেন ডা: শাহ মোজাহেদুল ইসলাম। এ ছাড়া, মোট টাকার অবশিষ্ট ১৩ লাখ ৮৭ হাজার ৩০২ টাকা পটুয়াখালী সিভিল সার্জন অফিসের নামে সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় জমা দিয়ে নগদে উত্তোলন করে তা তিনি আত্মসাত করেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে।
অভিযোগের অনুসন্ধান করে সত্যতা যাচাই করে দুদক পটুয়াখালী কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মানিক লাল দাশ পটুয়াখালী সদর থানায় ২০১৮ সালের ১৩ নভেম্বর সিভিল সার্জন ডা: শাহ মোজাহেদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীকালে দুদকের সহকারী পরিচালক মোজাম্মিল হোসেন ওই মামলার তদন্ত করে সত্যতা প্রমাণিত হওয়ায় আসামির বিরুদ্ধে চলতি বছরের গত ১৬ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
পটুয়াখালীর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক রোখশানা পারভীন অভিযোগটি গ্রহণ করে মামলা আমলে নিয়ে আসামি পটুয়াখালীর সাবেক সিভিল সার্জন ডা: শাহ মোজাহেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।
Leave a Reply