সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের পর নিহত ও আহতদের সহায়তার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ বর্তমানে বড় ধরনের অর্থসংকটে পড়েছে। ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দেশে মোট ১৫ হাজার ১৮৮ জন জুলাই আন্দোলনের ভিকটিম হিসেবে চিহ্নিত হয়েছেন। এর মধ্যে সহায়তা পেয়েছেন ৬ হাজার ৭৪২ জন, আর বাকি ৮ হাজার ৪৪৬ জন এখনো কোনো আর্থিক সহায়তা পাননি।
ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর জানান, “এ পর্যন্ত আমরা ১১৯ কোটি টাকা সহায়তা পেয়েছি। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আরও প্রায় ২৩১ কোটি টাকা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “শুধু অর্থ সাহায্য নয়, আমরা আহত ও শহীদ পরিবারের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের উদ্যোগও নিয়েছি। স্থায়ী কর্মসংস্থানের জন্য কয়েকটি প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।”
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, সরকারের সঙ্গে অর্থায়ন বাড়ানো ও নতুন দাতাদের যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। একইসঙ্গে দেশি-বিদেশি মানবিক সংস্থা ও প্রবাসীদের কাছ থেকেও সহায়তা আহ্বান জানানো হচ্ছে।
কামাল আকবর ধনী শ্রেণি ও করপোরেট প্রতিষ্ঠানগুলোকেও আহ্বান জানিয়ে বলেন, “জুলাই যোদ্ধাদের ত্যাগ যেন বিস্মৃত না হয়। এখন সময় তাদের পাশে দাঁড়ানোর।”
Leave a Reply