শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক ॥ গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা ও অবরোধের কারণে মানবিক পরিস্থিতি চরম রূপ নিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিহত হয়েছেন ৭২ জন এবং আহত হয়েছেন আরও ৩৫৬ জন। এর ফলে যুদ্ধ শুরুর পর থেকে আহতের মোট সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬৩ হাজার ৮৫৯ জনে।
দুর্ভিক্ষ পরিস্থিতি দিন দিন আরও মারাত্মক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অপুষ্টিতে প্রাণ হারিয়েছেন সাতজন, যাদের মধ্যে একজন শিশু। যুদ্ধ শুরুর পর থেকে এভাবে অনাহারে প্রাণ হারানো মানুষের সংখ্যা দাঁড়াল ৪১১-এ, যার মধ্যে ১৪২ জনই শিশু। শুধু গত মাসে দুর্ভিক্ষে মারা গেছেন ১৩৩ জন, যাদের ২৭ জন শিশু।
এদিকে ১৮ মার্চ থেকে নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর প্রাণ হারিয়েছেন আরও ১২ হাজারের বেশি মানুষ। এ হামলার মধ্য দিয়ে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি কার্যত ভেঙে যায়।
ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৫ জনে। আহত হয়েছেন অন্তত ১৭ হাজার ৯৪৮ জন। ত্রাণ পেতে গিয়ে মানুষ প্রতিদিনই নতুন করে জীবন হারাচ্ছেন।
অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ইসরায়েলের বিরুদ্ধে চাপ বাড়ছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এরই মধ্যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে।
গাজার ২৪ লাখ মানুষের জীবন বাঁচাতে আন্তর্জাতিক মহল দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে কিনা, সেটিই এখন বড় প্রশ্ন।
Leave a Reply