শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাজীপুর থেকে নিখোঁজ হওয়া প্রকৌশলী মো.আসাদুজ্জামান ইমরানের (২৫) সন্ধান মেলেনি ৮ দিনেও। স্থানীয় পুলিশ ও র্যাব ক্যাম্পে যোগাযোগ করে কোনো প্রতিকার না পেয়ে অত্যন্ত উদ্বিগ্ন রয়েছে তার পরিবার।
সোমবার সকালে মো. সেলিম হোসাইন মোল্লা গাজীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জানান, তার ছেলে ইমরান সরকারি পলিটেকনিক্যাল কলেজ বরিশাল থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার এসএম ফ্যাশন লিমিটেডে চাকরি করেন। তারা সপরিবারে কালিয়াকৈর উপজেলার জালশুকা এলাকার নাসিরউদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন।
গত ২০ সেপ্টেম্বর সকাল ৭টায় ইমরান বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যায়। কারখানায় প্রবেশের ১৮ মিনিট পর সকাল সাড়ে ৮টার দিকে সে কারখানা থেকে বের হয়ে নিখোঁজ হয়। বিকাল ৪টার দিকে ফ্যাক্টরি থেকে হাবিব নামে এক ব্যক্তি তাকে মোবাইল ফোনে জানায়, ইমরান কারখানায় ফিরেনি এবং তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
পরে পরিবারের লোকজনও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে পরদিন কাশিমপুর থানায় ডায়েরি করেন। ২৪ সেপ্টেম্বর স্থানীয় র্যাব ক্যাম্পে অভিযোগ করেন; কিন্তু অদ্যাবধি পুলিশ বা র্যাব তার ছেলের সন্ধান দিতে পারেনি।
সংবাদ সম্মেলনে সেলিম হোসাইন আরও জানান, নিখোঁজ ইমরানের ১০ মাসের একটি ফুটফুটে সন্তান রয়েছে। ইমরানের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সবাই অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন। সংবাদ সম্মেলনে ইমরানের মা, দুই ভাইসহ তার স্ত্রী ও অবুঝ সন্তান উপস্থিত ছিলেন।
Leave a Reply