শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
অনলাইনস ডেস্ক :
আগামীকাল ১২ সেপ্টেম্বর বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। সে হিসাবে ২১ সেপ্টেম্বর শুক্রবার সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে। সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে এ সভায় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহির আহমদ, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান, ওয়াক্ফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. শাখাওয়াত হোসেন, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর সিরাজ উদ্দিন আহমদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সৈয়দ আবুল হাসনাত, ঢাকা জেলার এডিসি (জেনারেল) মো. শহিদুজ্জামান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, বাংলাদেশের আকাশে সোমবার কোথাও ১৪৪০ হিজরি সালের মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে মঙ্গলবার ১১ সেপ্টেম্বর পবিত্র জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ হবে।
Leave a Reply