শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সরকারী নির্দেশনা অমান্য করে চার বিদেশ ফেরত ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে না থাকার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাতে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, মুলাদী উপজেলান সদর ইউনিয়নে ইটালি ফেরত রিপন কবিরাজ ও সিঙ্গাপুর ফেরত কামরুল আহসান সরকারী নির্দেশনা অমান্য করে হোম কোয়ারেন্টাইনে না থাকার অপরাধ প্রমানিত হয়। ফলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মুলাদী উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস থানা পুলিশের সহযোগিতায় বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ওই দুই প্রবাসীকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। জেলা প্রশাসক আরও জানান, একই অভিযোগে বুধবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের চাউকাঠী গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম।
এসময় হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই গ্রামের ব্রুনাই ফেরত দম্পতিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পৃথকভাবে চারজনকেই হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়।
Leave a Reply