বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : ‘দেশে সহিংসতা বন্ধে পরিকল্পিতভাবেই বিএনপি নেতাকর্মীদের জেলে আটক রাখা হয়েছে’ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের এমন বক্তব্যকে ‘হাটে হাঁড়ি ভাঙা’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন রিজভী।
রিজভী বলেন, কৃষিমন্ত্রীর এই স্বীকারোক্তি প্রমাণ করে, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা করে পুলিশি তাণ্ডব-হত্যাকাণ্ড থেকে শুরু করে চলমান যত সহিংসতা, মিথ্যা মামলা, গ্রেফতার, হুলিয়া, হত্যা, বিএনপিসহ বিরোধীদলের বাড়িঘরে হামলা, তল্লাশি, ভাঙচুর, আটক বাণিজ্য সবকিছু পূর্ব পরিকল্পিত।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেষ পর্যন্ত এই প্রভাবশালী মন্ত্রী হাটে হাঁড়ি ভেঙে স্বীকার করলেন, দেশের আইন-আদালত, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, কোর্ট-কাচারি, বিচার-আচার সবকিছু সরকারের হাতে বন্দি! সব শেখ হাসিনার ইশারায় চলছে।
শনিবার বেসরকারি একটি টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, ২০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার না করলে কি হরতালের দিন গাড়ি চলতো? এছাড়া আমাদের কোনও উপায় ছিল না। যেটা করেছি, আমরা চিন্তাভাবনা করেই করেছি।
বিএনপিকে নির্বাচনে আনতে সব চেষ্টাই করা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, নির্বাচন কমিশন থেকে বারবার বলা হয়েছে, তারা যদি নির্বাচনে আসে তাহলে নির্বাচন পেছানো হবে। শুধু পিছিয়ে দেওয়া না, বলা হয়েছিল সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। তাদের জেলে না রাখলে দেশ অচল হয়ে যেতো।
Leave a Reply