সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপির প্রস্তাবিত প্রার্থী পরিবর্তনের দাবিতে হিন্দু সম্প্রদায় এবং বিএনপির নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় আগৈলঝাড়া উপজেলা সদরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, খসড়া তালিকায় মনোনীত ব্যক্তির অতীত কর্মকাণ্ডে হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারা বলেন, তিনি সংসদ সদস্য থাকাকালে আগৈলঝাড়া ও গৌরনদী এলাকায় সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ভয়াবহভাবে বেড়ে যায়। বহু পরিবার নিরাপত্তাহীন হয়ে রামশীলে গিয়ে আশ্রয় নিয়েছিল। সেই ব্যক্তিকে ফের মনোনয়ন দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, দুঃসময়ে প্রয়োজন ছিল যে নেতৃত্বের, সেই সময় রাজপথে দলীয় সংগ্রামে প্রস্তাবিত প্রার্থীকে কখনো দেখা যায়নি। অপরদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দলের কঠিন সময়ে রাজপথে সক্রিয় ছিলেন এবং হামলা, মামলা, গ্রেপ্তারসহ বহু দুঃসময় পার করেছেন। তিনি নিজের অর্থে গ্রেপ্তার হওয়া দলীয় নেতাকর্মীদের জামিন করিয়েছেন এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিটি বিপদে পাশে দাঁড়িয়েছেন। ফলে তিনি এলাকার ‘একমাত্র আশ্রয়ের জায়গা’ হিসেবে সর্বসাধারণের আস্থা অর্জন করেছেন।
হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন—“আমরা চাই নিরাপত্তা, শান্তি আর বিশ্বাসযোগ্য নেতৃত্ব। সোবহান ছাড়া সেটা সম্ভব নয়।”
সমাবেশে বক্তব্য দেন নবীন সরকার, রবীন্দ্রনাথ গাইন, দীলিপ ঘটক, বিধান সরকার, হরিপদ বাড়ৈ, হাসি মধু, শিখা রাণী, প্রমিলা মধুসহ অনেকে। উপস্থিত ছিলেন ডা. মাহবুবুল ইসলামসহ বিএনপি নেতাকর্মীরা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
Leave a Reply