সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে আবারও আলোচনায় এলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে তিনি সেনাকুঞ্জে পৌঁছালে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
হুইল চেয়ারে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন তিনি। ল্যাভেন্ডার রঙের শিফন শাড়িতে সজ্জিত খালেদা জিয়াকে দীর্ঘদিন পর আনুষ্ঠানিক কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেখা গেছে। গাড়ি থেকে নামার সময় এবং অনুষ্ঠানে বসার সময় তিনি হাত তুলে শুভেচ্ছার জবাব দেন।
এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি রওনা দেন। গাড়িতে ছিলেন তার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান সিঁথি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা পৃথক গাড়িতে সেনানিবাসে পৌঁছান।
প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে পৌঁছালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। তিনি বক্তব্যে সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।
অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর খালেদা জিয়া উপস্থিত হন এবং তাকে প্রধান উপদেষ্টার পাশের আসনে বসানো হয়। সেখানে তাদের মধ্যে হাসিমুখে কুশল বিনিময়ের দৃশ্য অনুষ্ঠানে উপস্থিত সকলের নজর কাড়ে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও এসময় অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়, যা রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
Leave a Reply