শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ এ বছর বৃষ্টিভেজা শরতের আকাশ। দেশের বিভিন্ন অঞ্চলে রোদ-বৃষ্টির মধ্যেই চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি।
আগামীকাল সোমবার (১১ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবীর বোধন হবে আর শুক্রবার দশমী পূজার পর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। পূজার উৎসবের মধ্যেও দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া কার্যালয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আজ রোববার সকাল ৯টা থেকে আগামীকাল সোমবার ষষ্ঠী পূজার দিন সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ ছাড়া সাড়া দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদ আরও জানান, এ ছাড়া আগামী বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ অষ্টমী ও নবমীর দিন দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। শুক্রবার দশমীর দিনও বৃষ্টিপাত হতে পারে। তবে, পূজার পর আগামী শনিবার থেকে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে।
Leave a Reply