রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
সাবলীল গায়কীতে দুই বাংলায় তুমুল জনপ্রিয়তা পেয়েছেন শুভমিতা বন্দ্যোপাধ্যায়। ধ্রুপদী, রবীন্দ্রসঙ্গীতসহ আধুনিক বাংলা সঙ্গীতের নানা শাখায় রয়েছে তার বিচরণ। রবীন্দ্রসঙ্গীত গেয়ে শ্রোতাদের কাছে দারুণ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন এই শিল্পী।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৭তম প্রয়াণ দিবস স্মরণে আরটিভির বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘ক্লাব এশিয়া’তে কাল রাত ৮টায় সরাসরি গাইবেন এই শিল্পী।
অনুষ্ঠানে বিশ্বকবির কালজয়ী কিছু গান গেয়ে শোনাবেন। সেই সাথে অনুষ্ঠানে দর্শকের পছন্দের গানে সুরের আবেশ ছড়াবেন। অনুষ্ঠানটি রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও হতে আরটিভিতে সরাসরি সম্প্রচার হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহ্ আমীর খসরু।
Leave a Reply