বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ভারতে চলমান সাম্প্রদায়িক দাঙ্গার জন্য দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। মোদীকে এ দেশের মাটিতে এনে মুজিববর্ষকে কলঙ্কিত না করার আহ্বান জানান দলের নেতাকর্মীরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাসদের এক সমাবেশে এ আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর বাংলাদেশে অসাম্প্রদায়িক মোদীকে আনা হলে মুজিববর্ষের অনুষ্ঠান কলঙ্কিত হবে। সকল অসাম্প্রদায়িক শক্তিকে নিয়ে মোদীর আগমন প্রতিহত করা হবে বলে বাসদ নেতৃবৃন্দ জানান। সমাবেশ শেষে বাসদ নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল করেন।বাসদ বরিশাল জেলা শাখা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বরিশাল জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সাগর দাস প্রমুখ।
Leave a Reply