বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মেহেন্দিগঞ্জ পৌর শাখার
সম্মেলন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৫ মার্চ বিকেলে মুক্তিযোদ্ধা পার্ক (বালুর মাঠে) এই সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্মেলনে ছাত্র আন্দোলনের ২০২০ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। তারা হলেন সভাপতি মোঃ কাউছার আলম, সহ-সভাপতি শরীফুল ইসলাম সোহান, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন ।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মেহেন্দিগঞ্জ পৌর শাখার সভাপতি তাওহীদ রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদআশরাফুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকে যারা ছাত্র তারা আগামী দিনের ভবিষ্যৎ। কারণ মানুষ ইসলাম সম্বন্ধে না জানা এবং না বোঝার কারণে আস্তে আস্তে দূরে সরে গিয়ে দুর্নীতি সুদ- ঘুষ মারামারি হানাহানি সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। ছাত্র ভাইরা তোমরা যদি তোমাদের এই সময়কে কাজে লাগাতে পারো তবে অবশ্যই এদেশের মানুষ সকল অপরাধ বাদ দিয়ে ইসলামের ছায়াতলে আসবে তাদেরকে ইসলামের সঠিক রূপকার তুলে ধরার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে , ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেন, উপদেষ্টা আলহাজ্ব সুলতান আহমেদ বেপারী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার প্রচার সম্পাদক আল-আমিন,সাবেক কলেজ বিষয়ক সম্পাদক আলী হাসানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে এক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা থেকে আগত সুর সংসদ , হাসনাহেনা সহ দেশের সেরা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা মনমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করেন।
Leave a Reply