শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার, গৌরনদী প্রতিনিধি: “মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে” এই প্রতিপাদ্য নিয়ে মীনা দিবস ২০১৯ উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মঙ্গলবার সকালে র্যালী, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা বিপুল চন্দ্র নাগ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো: বদিউজ্জামান, এস.এম বজলুল করিম, আবদুল মান্নান মিয়া, মো: মাহাবুবুল ইসলাম, নাদিরা আফরিন, মোঃ পলাশ সরদার, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম বেল্লাল।
বক্তব্য রাখেন, আল-হেলাল একাডেমী সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুস ছালাম সরদার, লাখেরাজ কসবা সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কুতুবউদ্দিন, দক্ষিণ বিজয়পুর সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল হালিম, টিখাসার সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমুল্য রতন কর প্রমুখ। দিবসটি উদযাপন উপলক্ষে মীনা কার্টুন প্রদর্শনী মীনা বিষয়ক আলোচনা, উপস্থিত শিশুদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Leave a Reply