রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্মভূমি বরিশালের আগৈলঝাড়ায় মাসব্যাপি বিস্তারিত কর্মসূচির মাধ্যমে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গ্রহনের মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, আ’লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, আ’লীগ নেতা মুক্তযোদ্ধা আবু তাহের মিয়া, অধ্যাপক অবঃ অপূর্ব লাল হালদার, লিয়াকত আলী হাওলাদার, রুস্তুম সেরনিয়াবাত, আব্দুস সাত্তার মোল্লা, মলিনা রানী রায়, পেয়ারা ফারুক বক্তিয়ার, রফিকুল ইসলাম তালুকদার, গোলাম মোস্তফা সরদার, বিপুল দাস, ইলিয়াস তালুকদার, এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, কাজী আওলাদ হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভার সিদ্ধান্ত অনুযায়ি জাতির পিতার সাথে শাহাদাৎ বরণকারী তাঁর ভগ্নিপতি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সরকারী ডিগ্রী কলেজে মাঠে ১৫ আগষ্ট জাতির পিতাসহ সকল শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, শোক ও স্মরণসভা, কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হবে। এছাড়াও সরকারী সকল কর্মসূচিতে অংশ গ্রহন, দলীয় কার্যালয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ১৫দিন ব্যাপি কোরান খতম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে যথাযথ ভাবে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান পালনে কর্মসূচি গ্রহন, শোক ব্যাজ ধারণ, প্রামান্য চিত্র প্রদর্শণ, শোক র্যালী অনুষ্ঠিত হবে।
Leave a Reply