মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
লন্ডনের মঞ্চে মাতাল অবস্থায় ভাষণ দেয়ার দায়ে ইংল্যান্ডে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পাকিস্তান। একই সঙ্গে তাকে এ ঘটনায় কারণ দর্শানোর নির্দেশও দিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি।
৯ সেপ্টেম্বর লন্ডনে বিতর্কের সূত্রপাত। একটি মঞ্চে ‘ইন্টারন্যাশনাল পাকিস্তান প্রেস্টিজ অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ‘মত্ত’ অবস্থায় ভাষণ দিতে দেখা যায় ইংল্যান্ডে নিযুক্ত পাক হাইকমিশনার শাহেবজাদা আহমেদ খানকে।
একই মঞ্চে ছিলেন পাকিস্তানের সাংস্কৃতিক জগতের খ্যাতনামা অনেকেই। সেখানেই হালকা মেজাজে কথা বলতে দেখা যায় শাহেবজাদাকে। অনুষ্ঠানে উপস্থিত অন্য পাকিস্তানি সেলিব্রেটিদের মঞ্চে ডাকতেও দেখা যায় তাকে। তার এ অবস্থা দেখে হাসছিলেন দর্শকরাও। অনেকের মনে হয়েছে, তিনি ‘মত্ত’ ছিলেন।
পাকিস্তানি হাইকমিশনারের এ ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বিদেশের মাটিতে পাকিস্তানের মর্যাদা নষ্ট হচ্ছে, এ অভিযোগও উঠতে থাকে বিভিন্ন মহলে।
এর পরেই নড়েচড়ে বসে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়। টুইট করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কুরাইশি জানান, ইংল্যান্ডে নিযুক্ত হাইকমিশনার শাহেবজাদা আহমেদ খানকে দেশে ফেরার নির্দেশ দেয়া হয়েছে।সুত্র,ঢাকাটাইমস
Leave a Reply