সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহন উপজেলার মঙ্গলসিকদার লঞ্চঘাটের পন্টুনে যাতায়াত করা কাঠের তৈরি সংযোগ ব্রিজ ভেঙে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
ঘাট টিকিট ছাড়াও পন্টুনে উঠতে জনপ্রতি ১০ টাকা করে নৌকাভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। এতে যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। সম্প্রতি অমাবস্যার জোয়ারের প্রভাবে ভেঙে যায় মঙ্গলসিকদার ঘাটের পন্টুনে উঠার এ সংযোগ ব্রিজটি।
ঢাকাগামী কয়েকজন যাত্রী জানান, জীবিকার তাগিদে ঢাকায় যাচ্ছেন তারা। তবে ঘাটের সংযোগ ব্রিজটি ভেঙে যাওয়ায় চরম বিপাকে পড়তে হচ্ছে তাদের। এখন পন্টুনে উঠতে অতিরিক্ত ১০ টাকা করে দিতে হচ্ছে নৌকাভাড়া।
নারী, শিশু ও বয়স্কদের জন্য নৌকা দিয়ে পন্টুনে উঠা অত্যন্ত বিপজ্জনক। এতে রয়েছে দুর্ঘটনার শঙ্কা। তাই দ্রুত সংযোগ ব্রিজটি মেরামতের দাবি এ ঘাট দিয়ে যাতায়াত করা লঞ্চযাত্রীদের।
এ ব্যাপারে ভোলা নদীবন্দরের (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বলেন, জোয়ারের প্রভাবে ওই সংযোগ ব্রিজটি ভেঙে গিয়েছে। ওই ঘাটের ইজারাদার ব্যাপারটি আমাকে জানানোর সঙ্গে সঙ্গেই সংযোগ ব্রিজটি মেরামত করার জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি শিগগিরই এটি মেরামতের কাজ শুরু করা সম্ভব হবে।
Leave a Reply