শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন
ইমতিয়াজুর রহমান।।উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আগ্রহের শেষ নেই দ্বীপ জেলা ভোলা। চায়ের টেবিল থেকে রাজনীতির টেবিল পর্যন্ত সর্বত্র চলছে ভোলা সদর উপজেলা নির্বাচনে কে পাচ্ছেন দলীয় মনোনয়ন।আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন কে? তা নিয়ে চলছে আলোচনা। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু।
আরজু বলেন, ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। সুদীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ ও শ্রমের কথা বিবেচনা করে দল আমার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আমি প্রত্যাশা করছি। দল যদি আমাকে যোগ্য মনে করে তাহলে জনকল্যাণে কাজ করবো।
আরজু জানান, বর্ষিয়ান নেতা তোফায়েল আহমদের হাত ধরে ১৯৯১ সালে রাজনীতিতে আসেন তিনি। এরপরে তিনি ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছসেবকলীগ ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিলেন। রাজনীতি করতে গিয়ে একাধিকবার বিএনপি-জামায়াত জোট সরকারের হামলা, মামলা, নির্যাতন এবং কারাবাস করতে হয়েছে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু বলেন, রাজনীতি করতে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসার একাধিক মিথ্যা মামলার স্বীকার হয়েছি। দল থেকে মনোনয়ন পেলে নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে তৃণমূল নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে বলে জানান আরজু ।
অপরদিকে চুড়ান্তভাবে কে হচ্ছেন ভোলা সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদের প্রার্থী সে দিকে তাকিয়ে আছেন সদর উপজেলার ভোটাররা। ১৩টি ইউপি ও একটি পৌরসভা নিয়ে গঠিত ভোলা সদর উপজেলায় ৩ লাখ ৯৯ হাজার ২৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮০ হাজার ৪৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৮ হাজার ৭৮ জন। এখানে নতুন ভোটার বেড়েছে ৪৪ হাজার ৭৭২জন।
Leave a Reply