শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহন উপজেলায় অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে পৃথক ঘটনায় দুই যুবলীগ নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা যুবলীগ নেতা জাহিদুল ইসলাম টিটনের ওপর দেশীয় অস্ত্র দিয়ে নিয়ে হামলা করা হয়। অপরদিকে এদিন বিকাল সাড়ে ৩টার দিকে আরেক যুবলীগ নেতা মিজান হাওলাদারের ওপর হামলা চালানো হয়। অভিযুক্তরা হলো- স্থানীয় মামুন, বাশার, আমিনুল, জিয়াউল হক।
গুরুতর আহত অবস্থায় টিটনকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ছাড়া গুরুতর আহত মিজান হাওলাদারও ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সুত্র,পূর্ব পশ্চিম
সূত্রে জানা গেছে, আসন্ন লালমোহন উপজেলা আওয়ামী যুবলীগ কমিটির পদ প্রত্যাশী রয়েছেন জাহিদুল ইসলাম টিটন ও মিজান হাওলাদার। দলের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে এ হামলা হতে পারে বলে স্থানীয়দের ধারণা।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, পৃথকভাবে দুই যুবলীগ নেতার ওপর হামলার ঘটনা শুনেছি। থানায় কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply