শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:ভোলার বোরহানউদ্দিনে বোনকে সম্পত্তি দেয়ায় বাবার বসতঘরে আগুন দিয়ে বাবা-মা ও বোন ও ভাগ্নেকে পিটিয়ে জখম করেছে দুই ছেলে। ওই সময় ওই দুই ছেলে বসত ঘরে থাকা মালামাল নিয়ে গিয়ে করে বাকি মালামালে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার কুতুবা ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ডে ওই ঘটনা ঘটে। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী কুলাঙ্গার দুই ছেলের বিচার দাবী করেছে। আহত মা-বাবার বড় ছেলে আবুল কালাম জানান, তার বাবা অহিদ হাজী তাদের সম্পত্তি বোনদের অংশ ভাগ বাটোয়ারা করে দেন। কিন্তু অপর দুই ভাই আল-আমিন ও কামাল বোনকে সম্পত্তি দিতে রাজি ছিলনা।
এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সকালে ঢাকা থেকে এসে হঠাৎ করে তার মা সুফিয়া খাতুন, বাবা অহিদ হাজী, বোন নাছিমা বেগম ও বোনের ছেলে হামিমকে এলোপাথারী মারধর করে জখম করে। এক পর্যায়ে আহতরা সবাই নিস্তেজ অবস্থায় ঘরে পড়ে থাকে।
দুই ছেলে নিস্তেজ দেহ টেনে-হিচড়ে ঘরের বাইরে বের করে ঘরে থাকা সবকিছু নিয়ে ঘর ভাংচুর করে ঘরে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে।
আহতদের অবস্থা গুরুতর হওয়ায় স্থানয়ীরা তাদের উদ্ধার করে ভোলা জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। ওই বাড়ির লোকজন জানায়, দুই ভাইয়ের হামলায় মুহুর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তারা বাঁধা দিতে আসলে তাদের উপর চড়াও হয়। সরে জমিনে গিয়ে দেখা যায় ঘরের আসভাবপত্রে আগুন জ্বলছে। শত শত এলাকাবাসি ঘটনাস্থলে এসে ভির জমিয়েছে।
তারা প্রশাসনের কাছে এ ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করেছেন। আল-আমিন ও কামালের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের এলাকায় পাওয়া যায়নি।
বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার সিকদার ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, দোষিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply