রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার মনপুরায় বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলারে জাহাজের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক জেলে নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে চট্টগ্রামের গ্যাসফিল্ড সংলগ্ন গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে। ওই ট্রলারে ১১ জন জেলে ছিলেন।
নিহতরা জেলেরা হলেন-মো. রুবেল (২৭) ও মো. মাফু (২৮)। তাদের বাড়ি মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন ও দাসেরহাট গ্রামে। অপর নিখোঁজ জেলে হলেন-উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের মজিবুল হকের ছেলে মো. মিজানুর রহমান (৩৬)।
জানা গেছে, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৪ টার দিকে গিয়াস উদ্দিন মাঝির ট্রলারে থাকা জেলেরা চট্টগ্রামের গ্যাসফিল্ড সংলগ্ন গভীর সাগরে মাছ শিকার করছিলেন। এই সময় একটি জাহাজ ট্রলারে পেছনে ধাক্কা দেয়। তাৎক্ষণিক ট্রলারটি ডুবে যায়। এই সময় পাশে থাকা মনপুরার কামাল মাঝির ট্রলার ডুবে যাওয়া ট্রলারের ৮ জেলেকে উদ্ধার করে। পরে মৃত অবস্থায় দুই জেলের লাশ উদ্ধার করে। এখনও এক জেলে নিখোঁজ রয়েছেন।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে ও এক জেলে নিখোঁজ রয়েছেন।
Leave a Reply