মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পাঁচশতাধিক পরিবার পানিবন্দি রয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সহায়তায় ও বেড়িবাঁধ মেরামতের আশ্বাস দিয়েছেন।
গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। বিষখালী নদীর তীরবর্তী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পুরাতন থানা এলাকা, ৭নম্বর ওয়ার্ডের বাজার, রাস্তাঘাট, বসতবাড়ি জোয়ারর সময় পানিতে তলিয়ে যায়। আবার জোয়ার শেষ হলে ৪/৫ ঘণ্টা পরে পানি নেমে যায়।
উপজেলার ৫ নম্বর বুড়ামজুমদার ইউনিয়নের ঘোষের খাল নামক খালটির বেড়িবাঁধ ভেঙে কাউনিয়া, পশ্চিম কাউনিয়া ও বুড়ামজুমদার ইউনিয়নের পাঁচটি গ্রামের পাঁচ শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বুড়ামজুমদার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব শুক্কুর বলেন, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে শুকনো খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এবিষয় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান বলেন, আমরা উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং বেড়িবাঁধ আবারো মেরামত করা হবে।
Leave a Reply