রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন
চরফ্যাসন প্রতিনিধি॥ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলার উপকূলীয় অঞ্চল চরফ্যাসনে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর রাত থেকেই শুরু হওয়া বিরামহীন বৃষ্টির প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দু দিনের টানা বৃষ্টিতে এখনো দেখা মেলেনি সূর্যের। বিরামহীন এ বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে খেটে খাওয়া মানুষকে।
টানা বৃষ্টিতে শারদীয় দুর্গাৎসব উদযাপনেও সমস্যায় পড়েন হিন্দু ধর্মাবলম্বীরা।সিপিপি’র চরফ্যাসন উপজেলার উপ-পরিচালক এম মোকাম্মেল হক লিপন জানান,উপকূলীয় এলাকায় ৪ নম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তিনি আরও জানান,এ ধরণের বৃষ্টিপাতসহ বৈরি আবহাওয়া আরো দুই একদিন থাকতে পাড়ে।
টানা বর্ষনে উপজেলা সদরসহ অন্যান্য হাটবাজারের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিলো।এদিকে অতি বর্ষনের ফলে পুকুর, নালা খাল বিল পানিতে থৈথৈ অবস্থায় রয়েছে। উপজেলার প্রায় শতাধিক মৎস্য খামার পানিতে তলিয়ে গেছে, এতে প্রায় কোটি টাকার লোকসান হতে পারে বলে স্থানীয় মৎস্য খামারি সূত্রে জানা গেছে। ভোলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসগারে সৃষ্ট নিম্নচাপের ফলে উপকূলীয় এলাকাগুলোতে আগামী দুই একদিন এ ধরণের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে।
Leave a Reply