বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ প্রথম ধাপের ইউপি নির্বাচন উপলক্ষে বাবুগঞ্জের ৪টি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করছেন রিটার্নং অফিসারদের কাছ থেকে।
বাবুগঞ্জ নির্বাচন অফিসার, রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম ও সমাজ সেবা অফিসার রিটার্নিং কর্মকর্তা মাহমুল হাসিবের দপ্তর ঘুরে দেখা গেছে সম্ভাব্য চেয়ারম্যান- মেম্বার প্রার্থীরা উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে আনন্দময় পরিবেশে মনোনয়ন পত্র সংগ্রহ করছেন।
এসময় রিটার্নিং কর্মকর্তারা প্রার্থিদের বার বার আচারণ বিধিমালা অনুসরণ করতে সচেতন করছেন। রবিবার মনোনয়ন পত্র সংগ্রহ করেন মাধাবপাশা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিন। নৌকার মনোনয়ন প্রাপ্ত জয়নালের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাকল্যান সম্পাদক হারিছ আহম্মেদ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম আলী সরদারসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক বৃন্দ।
মাধবপাশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদ প্রার্থী মোঃ মাহাবুবুর রহমান সিকাদার, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোঃ সুমন শরিফ, ৯ নং ওয়ার্ডের প্রার্থী সহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ডের মিলন সিকদার, ৭ নং ওয়ার্ডেও কালাম জমাদ্দার, দেহেরগতি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী নাসিম মুন্সি, ১নং ওয়ার্ডের প্রার্থী রিয়াজুল ইসলাম, কেদারপুর ইউনিয়নের ৯ ওয়ার্ডের সেলিম সরদারসহ অনেকই মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এদিকে দেহেরগতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী হাচান মাহমুদ বরকত মনোনয়নপত্র দাখিল করেছেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন সমাজ সেবক লিটন হাওলাদার, মামুন হাওলাদার, মাহফুজ,মাইনুল বিশ^াস।
Leave a Reply