বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ এর জন্য আওয়ামী মনোনয়ন পেতে দৌড় ঝাপ অব্যাহত রেখেছেন একাধিক প্রত্যাশী। মনোনয় প্রত্যাশীদের অনুসারীরা যেমন নিজেদের অস্তিত্ব জানান দিতে প্রচারনা চালাচ্ছেন তেমনি বসে নেই প্রার্থীরা। প্রত্যাশীদের বিগত দিনের কর্মকান্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান, অফিসসহ পারা মহল্লার অলিগলিতে চলছে চুল ছেড়া বিশ্লেষন।
কে পাবেন মনোনয়ন? বরিশাল জেলা শহর ঘেষা হওয়ায় বাবুগঞ্জ উপজেলা সবসময় রাজনীতিতে গুরুত্ব পেয়ে থাকে। গতবারের উপজেলা পরিষদ নির্বাচিনে এখানে উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যন আওয়ামীলীগ পেলেও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদটি রাজনৈতিক কৌশলে হারিয়েছে তারা। এবার এই গুরত্বপূর্ন পদটি হারতে রাজি নয় উপজেলা আওয়ামীলীগ। তাই এই পদটি নিয়েই বেশি আলোচনা সৃষ্টি হয়েছে স¦র্বত্ত।
দীর্ঘদিনযাবৎ বাবুগঞ্জের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদটির জন্য দোয়া প্রার্থনা করে আসছেন আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম। তিনি বাবুগঞ্জবাসীর সেবা ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আওয়ামী মনোনয়নের জন্য জোর দাবি জানিয়ে আসছেন উচ্চ মহলে। সাইফুল ইসলাম পেশায় একজন দলিল লেখক হলেও এলাকায় তার সমাজ সেবক খ্যাতি রয়েছে। মানুষের বিপদে আপদে জাপিয়ে পরে দলের সুনাম অক্ষুন্ন রেখেছেন তিনি।
সাইফুল ইসলাম বাবুগঞ্জ উপজেলা আওয়ামীরীগের সাংস্কৃতিক বিষায়ক সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি শহীদ আ ঃরব সেরনিয়াবাত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচিত সভাপতি হিসাবে দুই বছর দায়িত্ব পালন করে সুনাম কুরিয়েছেন। বিএম কলেজ বাকসুর ছাত্র নেতা ছিলেন ছাত্র জীবনে।
দলীয় মনোনয়নের ব্যাপারে সাইফুল ইসলাম বলেন, দলের জন্য কাজ করছি,আগামীতেও নিস্বার্থ কাজ করে যেতে চাই। দলীয় মনোনয়ন পেলে আমি আওয়ামীলীগের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার চেষ্টায় নিজেকে নিয়োজিত রাখবো।
Leave a Reply