শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি :
বাবা-মাকে মারধরের অপরাধে বখাটে পুত্র বেল্লাল সরদারকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাজনা গ্রামের।
পুলিশ জানায়, ওই গ্রামের মালেক সরদারে বখাটে পুত্র বেল্লাল সরদার বিভিন্ন অযুহাতে প্রায়ই তার বাবা-মা ও পরিবারের অন্যান্য স্বজনদের মারধর করে আসছিলো। উপায়অন্থর না পেয়ে রবিবার রাতে মালেক সরদার থানায় অভিযোগ দায়ের করেন। তাৎক্ষনিক থানা পুলিশ অভিযান চালিয়ে বখাটে বেল্লাল সরদারকে গ্রেফতার করেছে।
Leave a Reply