রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:১০ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বানারীপাড়ায় ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য সৈয়দ নজরুল ইসলাম শাহীন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সম্পাদক শেখ শহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা প্রমুখ।
এদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলা দিবস উপলক্ষে দুপুর ১২ টায় ইলুহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ.সালামের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় স্থানীয় ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও বিকাল ৪টায় বানারীপাড়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামীর সভাপতিত্বে পৃথক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য সৈয়দ নজরুল ইসলাম শাহীন,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,সাংগঠনিক সম্পাদক ও ইলুৃহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম,
বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মুনতাকিম লস্কর কায়েস,সুমম রায় সুমন,যুবলীগ নেতা স্বপন মাঝি,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি অপু দত্ত,ছাত্রলীগ নেতা মিরাজ মোল্লা।
পরে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শাহাদাতবরণকারীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply